বাগেরহাট প্রতিনিধি ঃ সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা”র অভিঘাত মোকাবিলায় শনিবার(১৩মে) বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের উদ্যেগে তার সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ তন্ময়। র্যাব ৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইশতিয়াক হোসেন, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন। সভায় জানানো হয় ঘূর্ণিঝড় “মোখা” মোকাবিলায় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় ২ লক্ষ ৩৫ হাজার ৯৭৫ জন ধারন ক্ষমতা সম্পন্ন ৪৪৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৫২২ মে. টন চাউল এবং ১০ লক্ষ ১০ হাজার টাকা নগদ অর্থ হাতে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার,বিশুদ্ধ খাবার পানি ও দুটি ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এছাড়া ও জেলা সদর সহ প্রতিটি এছাড়া উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৯ উপজেলায় ৯টি মেডিক্যাল টিম সহ প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। সিপিপি, রেড ক্রিসেন্ট ও এনজিওসহ প্রায় ৩ হাজার সেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়।
Leave a Reply