সোহেল রানা বাবু,
বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লারহাটে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের জয়খা এলাকার মহাসড়কের পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালক শেখ জিয়াদ আলী (২৮) উপজেলার সারুলিয়া গ্রামের মোতালেব আলী শেখের ছেলে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ শোমেন দাস ঘটনার জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়খা এলাকায় সড়কের পাশে একটি পুকুর থেকে জিয়াদ আলী নামের ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকান্ড নাকি অন্য কোন বিষয়ে সেটি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে বাগেরহাট – খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজয় ভট্টাচার্য্য (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (১৭ মে) সকালে কররী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় ভট্টাচার্য বাগেরহাট সদর উপজেলার রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টাচার্য্যের ছেলে।কাটাখালী হাইওয়ে থানার এস আই মোঃ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাগেরহাট আন্তঃজেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানান, ঘটনার পরপর বাগেরহাট – খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে মালিক সমিতি ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।কাটাখালী হাইওয়ে থানার এস আই মোঃ হাসান জানান, অজয় ভট্টাচার্য্য বাড়ী থেকে সি এন্ড বি বাজারে আসার পথে অজ্ঞাত পরিচয়ের পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অজয় নিহত হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply