শফিকুল ইসলাম,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে রহনপুর ডাকবাংলো চত্বরে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন, সমাজকল্যান মন্ত্রনালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু,নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চুটু মাস্টারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply