স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান :
খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার
মহাপরিচালক উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি লাউডোব ইউনিয়নের সাবেক বারবার
নির্বাচিত চেয়ারম্যান লাউডোব ইউনিয়নের রুপকার
খুলনা জেলাপরিষদের সদস্য, বহুধা শিক্ষা প্রতিষ্ঠান
সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রী
সরোজিত কুমার রায়েরর সম্প্রতি হার্ণিয়া রোগে আক্রান্ত হয়ে খুলনা নার্গিস মেমোরিয়াল হাস পাতালে ডাঃবিপ্লব বিশ্বাসের নিবিড় তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। বর্ষীয়ান এই নেতার ডায়াবেটিস সহ অন্যান্য আরো কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। ইতিমধ্যেই সফল ভাবে তার হার্ণিয়া অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।আজ ১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টারদিকে আর্যহরিসভা মন্দির প্রাঙ্গনে সরোজিত কুমার রায়ের আশু সুস্হতা কামনা করে আর্য্যহরিসভার কার্যনির্বাহী কমিটিটির সকল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও ভক্ত বৃন্দ প্রার্থনা করেন।
Leave a Reply