সোহেল রানা বাবু
বাগেরহাট প্রতিনিধি :
রাসায়নিক মুক্ত ও নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল এর যৌথ আয়োজনে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ও গোটাপাড়া ডেইরি পিজির ৮০জন খামারিকে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইমরান হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ বনানী আক্তার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ উপকার ভোগী ৮০ জন খামারী এতে অংশ নেন। প্রশিক্ষণে আধুনিক ও স্বাস্থ্য সম্মত উপায়ে দুগ্ধ উৎপাদন ও ব্যবস্থাপনার পাশাপাশি লাম্পি স্কিন ডিজিজের কারণ এবং আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে কোরবানির গরু মোটাতাজা করণপ্রতিরোধ ব্যবস্থা সম্পর্কেও আলোকপাত করা হয়।।।
Leave a Reply