গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা। শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মংগলবার (২৩ মে) সকালে রহনপুর পূনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতির আসনে ছিলেন আয়োজক কলেজের অধ্যক্ষ মুঃ ইমতিয়াজ মাসরুর। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাপাইনবাবগন্জ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান রনি, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল ও জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া। বক্তব্য রাখেন, আলীনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল আওয়াল। অনুষ্ঠানে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়।
Leave a Reply