ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেকস ও ইপারের সহযোগীতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষিত যুবাদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিভাইভ প্রকল্প আওতায় ২৪ মে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাসকোর উপজেলা কর্মকর্তা রওনক লায়লা।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসরত ৭০ জন প্রশিক্ষিত নৃতাত্ত্বিক ও প্রান্তিক যুবাদের অংশগ্রহণে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র মোক্তাদুল ইসলাম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান বদিউল আলম, ডাসকোর নিয়ামতপুর উপজেলা অফিসার সামসুল হক, মান্দা উপজেলা অফিসার অরিত চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
সংস্থাটি উপজেলার বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থান তৈরীতে ও আদিবাসী ও প্রান্তিক পর্যায়ে মানুষদের অধিকার আদায়ে বিশেষ ভূমিকা পালন করেছেন।
Leave a Reply