আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ নির্মাণে টেকসই ও মানসম্মত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতকল্পে জনগণের অংশগ্রহণে নওগাঁর মহাদেবপুর উপজেলার ৫নং রাইগাঁ ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।সোমবার (২৯ মে) দুপুরে রাইগাঁ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. আরিফুর রহমান সরদারের সভাপতিত্বে ৪ কোটি ৯৯ লক্ষ ৮১ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. শাহ আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন, রাইগাঁ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো. আছির উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক আলেম নাছির বীন আজগর, মাতাজীহাট বিএম কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মো. মমতাজ আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম শাহ, বিশিষ্ট্য ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, ডা. হাফিজুর রহমান, মো. আবু হাসান, মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে সেরা করদাতা ১০জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও জীববৈচিত্র্য রক্ষায় ১০ হাজারেরও অধিক বৃক্ষরোপণ করায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আরিফুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই বাজেটে আয় ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লক্ষ ৮১ হাজার টাকা এবং একই পরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে।
Leave a Reply