মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর মারা গেছেন। সোমবার দুপুরে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী (মিল বাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ান খান (১৬) পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের মোঃ কামাল খানের ছেলে।
স্থানীয়রা জানান, সহযোগীদের নিয়ে বিভিন্ন বাড়ি থেকে ডাব ক্রয় করে তা কেটে নিয়ে ব্যবসা করতো ইয়ামিন খান। দুপুরে ডাব ক্রয়ের জন্যে মোঃ সিদ্দিক হাওলাদারের বাড়িতে ঢোকার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে পরে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইয়ান। হাফিজুর হাওলাদার ও জিহাদ শেখ নামের দুই সহযোগী সঙ্গে ছিলেন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ান খানকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply