তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিশাল বড় গাঁজার গাছসহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল (১২জুন) সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রাম থেকে এ গাঁজার গাছসহ ১জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন,চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের রফিকুল ইসলামের পুত্র রহমান হোসেন মিলন(৩২)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্দুড়িয়া ইউনিয়নের বিট অফিসার এসআই আলতাব হোসেন ও এএসআই জুলফিকার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে রহমান হোসেন মিলনের বাড়ির পাশে থেকে গাঁজার গাছ গুলো উদ্ধার করা হয়। এসময় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় রহমান হোসেন মিলনকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানা পুলিশ।
Leave a Reply