কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপ সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর-এর উদ্যেগে কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন ইটভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করে ক্ল-ব্রিকস (ইট) পণ্যর উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার ৫ টি ক্ল-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে সোমবার (১২/০৬/২৩) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়।
বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উপ পরিচালক মফিজল উদ্দিন আহমেদ জানান,তারা বাদী হয়ে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পৃথক ৫টি নিয়মিত মামলা দায়ের করেন। যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সেগুলো হচ্ছে- মেসার্স বি এস বি ব্রিকস (ব্রান্ড-ইঝই), (কারখানা- জাউনিয়ার চর, রাজিবপুর), স্বত্ত্বাধিকারী- বিশ্বজীৎ সাহা, মেসার্স ভৃইয়া ব্রিকস ফিল্ড (ব্রান্ড-ঠইঋ), (কারখানা- জাউনিয়ার চর, রাজিবপুর), স্বত্ত্বাধিকারী- মোঃ সুরুজ্জামান, মেসার্স এম জি এস ব্রিকস (ব্রান্ড-গএঝ), (কারখানা- সায়দাবাদ বাজার, লালকুড়া, রৌমারী), স্বত্ত্বাধিকারী- আব্দুল মান্নান, মেসার্স আর এম জি ব্রিকস (ব্রান্ড-জগএ), (কারখানা- সায়দাবাদ বাজার, লালকুড়া, রৌমারী), স্বত্ত্বাধিকারী- মোঃ বানিছ মিয়া ও মেসার্স ভাই ভাই ব্রিকস (ব্রান্ড-গইঈ), (কারখানা- হাজিরহাট, দঁাতভাঙ্গা, রৌমারী), স্বত্ত্বাধিকারী- মোঃ বাবুল হোসেন।
Leave a Reply