শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫৩ কোটি ৯ লক্ষ ৫৩ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুরে রহনপুর পৌর কার্যালয়ে মেয়র আলহাজ্ব মোঃ মতিউর রহমান খাঁন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক , কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৪৬ হাজার ৭৩৮ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪৫ কোটি ৫৭ লক্ষ ৬ হাজার ৬৪৫ টাকা। এছাড়া রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭৬ লক্ষ ৮৯ হাজার ৯৭৭ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি টাকা ও সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার ৪০৬ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র বলেন রহনপুর পৌরসভাকে একটি বাসযোগ্য নান্দনিক ও যানজট মুক্ত সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। রহনপুর পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের স্বার্থে সরকার, বিভিন্ন দাতা গোষ্ঠী এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply