সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধি :
দেশ থেকে অন্ধত্ব দুর করার লক্ষ্যে আগামী ১৮ জুন’২০২৩ অনুষ্ঠিতব্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে বাগেরহাট সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্হ্য বিভাগের আয়োজনে ১৪ জুন মঙ্গলবার দুপুরে এই কর্মশালায় সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহাররঞ্জন সাহার সভাপতিত্বে এই কর্মশালায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, মেডিকেল অফিসার শেখ রিয়াদুজ্জামান,সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ জেলায় কর্মরত প্রেস ও মিডিয়া কর্মীরা এতে অংশ নেন। সভায় জানানো হয় এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯ শত ৭৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭শত ৪১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার মোট ১ হাজার ৮ শত ৫৮ টি কেন্দ্রে সুপার ভাইজার, স্বাস্থ্য কর্মী ও সেচ্ছাসেবকসহ সর্বমোট ৪ হাজার ৬ শত ৪০ জন এই কর্মসূচিকে সফল করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে কর্মশালায় জানানো হয়।।
Leave a Reply