নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার( ২৫ জুলাই)সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী ভোলাহাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম ।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। এসময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি আঞ্জুমান সুলতান,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, উপজেলা মৎস্য অফিসার ওলিউল ইসলাম, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্ত করার মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
Leave a Reply