ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলার সংঙ্গে বদলগাছী উপজেলাকে এ ঘোষনা প্রদান করেন।
৯ আগস্ট (বুধবার) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের মাঝে এসব ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন বলেন এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায়, ১৩৩টি ও ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) নির্ধারিত গৃহসমৃহ ২৭ টি উপকারভোগীদের নিকট সেমি পাঁকা বাড়ীর চাবী ও দলিল হস্তান্তর করা হয়। এবং সেই সাথে বদলগাছী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্তিত ছিলেন।
Leave a Reply