মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুটুকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২০ নভেম্বর) বেলা ১২ টার দিকে মহাদেবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভুটু উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে। এ ঘটনায় গত ২ নভেম্বর শিশুটির পিতা বাদী হয়ে নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুটুকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায় গত ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ওই শিশু আরো দুই শিশুর সাথে বাড়ির পার্শ্ববর্তী আসামী নিপেন চন্দ্র বর্মন ওরফে ভুটুর দোকানে যায়। ভুটু অন্য ২ শিশুকে ১টি করে চকলেট দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ভুক্তভোগী শিশুটিকে ৩টি চকলেট দিয়ে দোকানের পেছনে ঘরের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে শিশুটিকে ওখানেই রেখে ভুটু পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনা জানালে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাতেই নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পর থেকে আসামি নিপেন চন্দ্র বর্মন ওরফে ভুটু পলাতক ছিলো। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, নিপেন চন্দ্র বর্মন ওরফে ভুটুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply