ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর -ভোলাহাট) থেকে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল রশিদ। বৃহস্পতিবার ৩০ নভেম্বর বেলা সাড়ে তিন টায় জেলা প্রশাসনের কার্যালয়ে এ কে এম গালিভ খান ও জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দান কালে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কামরুল হুদা নওশাদ, যুগ্ম আহ্বায়ক আজগার আলী, নাচোল উপজেলা জাপার সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক তাইজুদ্দিন ফটিক, নাচোল পৌর কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, পৌর সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক আমির হোসেন, ভোলাহাট উপজেলার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, ও জাতীয় পার্টিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । এর আগে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে এড.আব্দুর রশিদ জেলা চত্বরে এসে উপস্থিত হন। মনোনয়ন জমা দিয়ে এড. আব্দুর রশিদ উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে পাটির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জনাব গোলাম মুহাম্মদ কাদেরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে দলীয় মনোনয়ন প্রদান করায়। তিনি বলেন, যদি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তার মূল কারণ বাংলার রূপকার, সাবেক প্রেসিডেন্ট ও নয় বছরের সফল রাষ্ট্রনায়ক মরহুম পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে এলাকার ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগে আছে । এলাকায় মানুষের মধ্যে গেঁথে আছে ভুুলে যায়নি পল্লীবন্ধুর হাজারও অবদানের কথা, সেই জাতীয় পার্টি ক্ষমতায় থাকা কালীন অবস্থায় স্বণের যূগের কথাও লাঙ্গলের এই প্রার্থী আরও বলেন – নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাটের জনগণ জাতীয় পার্টির সাথে আছে, লাঙ্গলের সঙ্গে আছে এবং আমার পাশ্বে আছে এবং তিন উপজেলার মানুষের দোয়া নিয়ে ইনশাআল্লাহ ৭ই ডিসেম্বর লাঙ্গল বিপুল ভোটে বিজয়ী হবে বলে আসা করি। জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ ই ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ই ডিসেম্বর ।
Leave a Reply