চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুপালী ব্যাংকের পিএলসি ভোলাহাট শাখা এর স্থানান্তরিত নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকালে ভোলাহাট মেডিকেল মোড়স্থ নবাব বিগ বাজার মার্কেটের দ্বিতীয় তলায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন হয়।
রুপালী ব্যাংক পিএলসি রাজশাহী জোনাল অফিস শাখার উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ এমপি মুহা: জিয়াউর রহমান।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন রুপালী ব্যাংক পিএলসি মহাব্যবস্থাপক ও রাজশাহী বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মাহমুদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
এছাড়া রুপালী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মো. জিয়াউর রহমান,রাজশাহী রুপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আবু রাইহান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার,পল্লী বিদ্যুতের ডিজিএম রেজাউল করিম, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট ১নং ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান, দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু,ভবন মালিক আকবর আলী,মহিলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ রহমত আলী, ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, ভোলাহাট রুপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক সুলতানুল ইসলাম,গ্রাহক আফতাব উদ্দিন ও আনোয়ার হোসেন রজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply