নিজস্ব প্রতিবেদক ঃ ভোলাহাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মেধা মূল্যায়নে পুরুস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১সেপ্টম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মোহবুল্লাহ কলেজ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাইসন গ্রুপের জিএম মোঃ আবুল কালাম আজাদ। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, সাবেক ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াজিদী জর্জ, মোহবুল্লাহ কলেজ অধ্যক্ষ মোঃ রহমত আলী, আম ফাউন্ডেশন ভোলাহাট এর সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী। এছাড়াও বক্তব্য রাখেন, ফতেপুর কিন্ডারগার্টেন সভাপতি প্রভাষক মোঃ রেজাউল করিম, জামবাড়ীয়া কলেজের প্রভাষক মোঃ জিয়াউর রহমান মিলন, অভিভাবক সদস্য মোহবুল্লাহ কলেজের লেকচারার রুমানা আক্তার। পরে ১’শ ১১ জন মেধা বৃত্তি মূল্যায়ন -২০২৩ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও সনদ তুলে দেন অতিথিগণ।
ছবি ক্যাপশন: ভোলাহাটে মেধা বৃত্তি মূল্যায়ন পুরুস্কার ও সনদপত্র শিক্ষার্থীদের মাঝে তুলে দিচ্ছেন অতিথিগণ।
Leave a Reply