গত ৬ অক্টোবর ২০২৪ যমুনা টেলিভিশনে “চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত ও আওয়ামীলীগ জোট বেঁধে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতার উপর হামলার অভিযোগ” মর্মে যমুনা টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা । শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: শেফাউল মূলক, সেক্রেটারি অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর এমএ আযীয মাহমুদ ও সেক্রেটারি আব্দুর রউফ এক প্রতিবাদ বিবৃতিতে জানান, গত ৬ অক্টোবর ২০২৪ যমুনা টেলিভিশনে “চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত ও আওয়ামীলীগ জোট বেঁধে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতার উপর হামলার অভিযোগ” মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নজরে এসেছে । উক্ত সংবাদে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট । আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । ঘটনার পর থেকেই শোনা যাচ্ছিল, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরপরই আহত দুই ব্যক্তির এলাকায় আওয়ামীলীগের সাবেক দুই কাউন্সিলর সহ বেশ কিছু ব্যক্তির বাড়িঘরে হামলা ও লুটপাটের জেরে এই ঘটনা ঘটেছে । উক্ত ঘটনার প্রায় একমাস পরে এমন উদ্ভট সংবাদ উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট বলেই আমরা মনে করছি । বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির অত্যন্ত সুশৃংঙ্খল সংগঠন । কোন ধরনের গুপ্ত হামলা বা প্রতিশোধ পরায়নতার রাজনীতি আমরা করি না । শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ তা জানে ও বিশ্বাস করে । মূলত গত ৫ই আগস্ট বাংলাদেশের জঘন্যতম স্বৈরতন্ত্রের মূলোৎপাটন ঘটার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী দল বিএনপির মাঝে স্বৈরাচারের বিরুদ্ধে দেশে শীশাঢালা প্রাচীরের ন্যায় এক ঐক্যের সৃষ্টি হয়েছে । পক্ষান্তরে একটা চক্র ঈর্ষান্বিত হয়ে এই ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত এবং এটিও তারই একটি অংশ বলে আমরা মনে করছি । বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা ও পৌর সংগঠন মনে করে যে, শিবগঞ্জের মাটিতে স্বৈরাচারের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তা কোনভাবেই কোন শক্তি বা কুচক্রী মহল বিনষ্ট করতে পারবে না । আমরা শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেয়া বক্তব্যের ভিত্তিতেই এমন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্যভিত্তিক সংবাদ প্রাকাশের জন্য যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি ।
অধ্যাপক সেফাউল মূলক
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
শিবগঞ্জ উপজেলা শাখা
Leave a Reply