নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান তালুকদার রেজা রুমি, আব্দুল হান্নান, ক্রীড়া ব্যক্তিত্ব তৌফিকুল ইসলাম তৌফাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় সুষ্ঠ ভাবে দুটি টুর্নামেন্টে সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। -কপোত নবী।
Leave a Reply