৩টি গেমের খেলায় ২-০ তে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় কানসাট ব্যাডমিন্টন দল।
প্রথম গেমে ১৫-৬, এবং দ্বিতীয় গেমে ১৫-৭ ব্যাবধানে জয় নিশ্চিত করে কানসাট ব্যাডমিন্টন দলের নির্ভরযোগ্য ২জন খেলোয়াড় নুর হোসেন মোহন ও সাকিব।
ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন কানসাট ব্যাডমিন্টন দলের অধীনায়ক নুর হোসেন মোহন।
খেলা শেষে জয়ী দল ও পরাজিত দলকে ট্রফি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা যুব মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহি পরিচালক, আবু তাহের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, ক্যাশিয়ার অনুপম ডেভেলপমেন্ট লিমিটেড, শেখ মহসিন, মানবপ্রেমিক বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা।
Leave a Reply