এআই রবি, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় ‘বঙ্গবন্ধু যুব সংঘ’ কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শীত আসলেই আমাদের দেশের গ্রামাঞ্চলে এই খেলা বেশ খেলতে দেখা যায়। বলার অপেক্ষা রাখেনা দিন দিন এই খেলা আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। আর শীত মানেই ব্যাডমিন্টন খেলা। শীতের বার্তা বোঝার অন্যতম একটি চিত্র এই খেলাটি। শীত আসলেই গ্রামের প্রতিটি অলিতে গলিতে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে। সন্ধ্যা থেকে রাত অবধি খেলায় অংশ নেন নানান বয়সী তরুনরা। তালিকা থেকে বাদ পড়েন না মধ্যবয়সীরাও। বাংলাদেশের মানুষ ক্রিকেট ও ফুটবল খেলতে অভ্যস্ত থাকলেও ব্যাডমিন্টন নিয়ে উৎসাহ উদ্দীপনা কোনো অংশেই কম নয়। বরং শীতকাল আসলেই এই খেলাটি সব খেলাকে ছাপিয়ে যায়। বাঘার বিভিন্ন এলাকাতে শীতের রাতে অনেককে দলে দলে ভাগ হয়ে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়।
শুক্রবার (০৩ জানুয়ারী ২০২০) সন্ধায় মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ‘মীরগঞ্জ বঙ্গবন্ধু যুব সংঘ’ কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর ১৯ হতে চলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করলেও ফাইনালে উত্তীর্ণ হয় খায়েরহাট আইডিয়াল স্পোর্টিং ক্লাব ও বাঘা নুর অটো স্পোর্টিং ক্লাব। উক্ত ফাইনাল খেলায় বাঘা নুর অটো স্পোর্টিং ক্লাব ২-০ সেটে খায়েরহাট আইডিয়াল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
উক্ত ফাইনাল খেলায ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, দেশের তরুণদের কাছে এটি ‘মৌসুমী’ খেলা নামে পরিচিত। শীতের রাতের ব্যাডমিন্টন কোর্টগুলো প্রমাণ করে দেয় খেলাটি এই দেশের মানুষের কাছে কতটুকু জনপ্রিয়। সারাদিন কাজকর্মে ব্যস্ত সময় পার করে সন্ধ্যা হলেই তরুণরা হাজির হন ব্যাডমিন্টন খেলতে। পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় ‘ব্যাডমিন্টন খেলা।
খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন দলের মাঝে ২৪ ইঞ্চি মনিটর তুলে দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মঞ্জুরুল হক মনি সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আ’লীগ বাঘা উপজেলা। প্রভাষক মোঃ রেদ ওয়ানুর রহমান মাসুম সহ:প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা আ’লীগ। শাহ আলম খোকন, ইউপি সদস্য মোজাম্মেল হক জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply