হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শীতকাল আসলেই মনে পড়ে যায় শীতের বিভিন্ন রকম পিঠার কথা । শীতকালে মিষ্টি ও ঝাল স্বাদের অনেক রকম পিঠার আয়োজন হয়ে থাকে বিভিন্ন বাড়িতে বাড়িতে । তবে বিভিন্ন বাড়িতে তৈরি রকমারি মুখরোচক পিঠা এক জায়গায় সংগ্রহ করে উৎসব ও প্রতিযোগীতার আয়োজন সত্যিই আরো আনন্দের বিষয় । ঠিক সেই পিঠা উৎসবের আয়োজন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় । বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ বিকেল ৩ টায় শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা মিলনায়তনে মাদরাসা কর্তৃক আয়োজিত মাদরাসার অধ্যক্ষ মো: সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক গোলাম রসূল । এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক আব্দুর রশিদ, মামুন আলী ও দেলোয়ার হোসেন । পিঠা উৎসবে শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার শিক্ষিকাগণ ও ছাত্র-ছাত্রীরা বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম পিঠা বানিয়ে নিয়ে এসে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন । সেখানে শিক্ষিকাগণ ও ছাত্রীদের মধ্যে আলাদা আলাদা ক্যাটেগরিতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগীতায় তিনজন বিচারকের প্রদত্ত নম্বর অনুযায়ী ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোসাঃ হাবিবা খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণীর ছাত্রী মোসাঃ সালমা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে তৃতীয় শ্রেণীর ছাত্রী মোসাঃ সাবিহা আফরোজ ।
শিক্ষিকাগণের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সালমা আসিয়া এবং দ্বিতীয় স্থান অধিকার করেন মোসাঃ হাজেরা খাতুন । প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ । এসময় বিজয়ী ছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলকেই স্বান্তনা পুরস্কার প্রদান করা হয় ।
Leave a Reply