নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড রাইফেলের গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মো. বাবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে। চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়ার ৪ নং ওয়ার্ড উত্তর মকিমপুর গ্রামের মো. বজলুর রহমান ও মোসা. মুসতারা বেগমের ছেলে বাবুল।
প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানের পাশে অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলিসহ হাতেনাতে বাবুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র ব্যবস্যা করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply