শফিকুল ইসলাম, গোমস্তাপুর: গোমস্তাপুরে পূনর্ভবা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের (৩৫) লাশের পরিচয় এখনও মেলেনি। এদিকে উদ্ধার হওয়া লাশের ময়না তদন্ত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে ওই অজ্ঞাত যুবকের লাশ বেওয়ারিশ হিসেবে গণ্য করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গোরস্থানে দাফন করা হয়েছে বলে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান। তিনি আরও জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার বিকেলে পৌর এলাকার ইসলাম নগর মহল্লার পূর্নভবা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিস।
Leave a Reply