নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়া সাধারণ সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, সহ-সভাপতি মো. নুরতাজ আলম, কোষাধ্যক্ষ এম. রফিকুল ইসলাম, সাংগঠিক সম্পাদক মামুন উর-রশিদ, নির্বাহী সদস্য তৌহিদুল আলম টিয়া, মো. শরিফুল ইসলাম. সদস্য ফরহাদ আলী, শাহ আলম ও প্রফুল্ল কুমার রবিদাস।
আলোচনা শেষে সভার সভাপতি মোহা. সফিকুল ইসলাম মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা শেষ সর্বসম্মতিক্রত ৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন মো. জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক ফরহাদ ও প্রফুল্ল কুমার রবিদাস। এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠন করে দিবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ১৫ নভেম্বর সভাপতি মোহা. সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলীর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি দায়িত্বভার গ্রহণ করে।-কপোত নবী।
Leave a Reply