নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কবির হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার(১০ ফেব্রুয়ারি) দুপুরে এসময় আদালতে আসামি উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুঠাপাড়ার বাসিন্দা।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের নভেম্বর মাসের ১৭তারিখে বিকাল ৪:০০ টায় বিনোদপুর এলাকার আলকাছ হোসেনের আমবাগান হইতে আসামী কবির হোসেনকে আটক করে র্যাব ৫।
সেসময় তার কাছ থেকে জব্দ করা হয় দুই হাজার ১৭২৬ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ ৯৪টাকা।
দুটিমাত্র অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। শুনাশি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সমবার এ রায় ঘোষণা দেন আদালত।
Leave a Reply