বরেন্দ্র নিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার মোঃ ছিনু মিয়ার ছেলে, মোহাম্মদ মানিক মিয়া (৩৫) নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সরকার দলীয় মন্ত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়।
মোহাম্মদ মানিক মিয়া বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে চলেছে। বিভিন্ন সময়ে তার ফেইসবুকের বক্তব্যগুলো তুলে ধরা হলো।
সে বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন সম্পর্কে লিখেছে, “শালারে সরাইল্লা কুত্তা দিয়া…….মারানো দরকার ”। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্পর্কে লিখেছে, ” শালা মাদারচুদ! আবার মুখে হাসি দিয়ে কথা বলে “,এবং আরেকটি লেখায় ছিলো পররাষ্ট্রমন্ত্রী মাদারচুদকে ল্যাংটা করে পিডানোর দরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি বক্তব্যে ” মাদারচুদ মন্ত্রীদের সরাইল্লা কুত্তা দিয়া মারানোর দরকার “। সংসদ সদস্য মমতাজ নিয়ে লিখেছে, এক আলেম অন্য আলেমদের গীবত করার কারনেই একজন পতিতা(মমতাজ) সংসদে আলেমদের সমালোচনা করার সাহস পায়!!!”। সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও লিখছে, ” প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। এর উৎকৃষ্ট উদাহরণ উনি শুধু বললেন এখনি কোন মামলা নয়, আর তাতেই প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা খারিজ হয়ে গেলো”!!! সত্যি বলতে কি দাদা বাবুদের ইচ্ছায়ই দেশ চল…..? ”।
সে প্রধানমন্ত্রী সহ মাননীয় মন্ত্রীগনকে নিয়ে তার এই কুৎসিত, বীভৎস, ভয়ানক ও ঘৃন্য মনোভাবাপন্ন মন্তব্য করায় সরাইল উপজেলা আওয়ামিলীগের আহবায়ক এডঃ নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এতে আরও ২০ জন আইনজীবীর স্বাক্ষর রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ মানিক মিয়া ২০১৮ সালে তার দলবল নিয়ে কালিকচ্ছ বাজারে শহীদ মিনারের নামফলক ও ধর্মতীর্থ এলাকার৭১এর বধ্যভূমিতে শহীদদের নামের ফলকটিও ভাঙার অভিযোগ রয়েছে। এই বিষয়ে সরাইল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ( জিডি নং ৩৫৩, তারিখ০৮/০৪/২০১৮)।
পরে সরাইল থানা পুলিশ মোহাম্মদ মানিক মিয়া কে গ্রেফতারকরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। সরাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।
চ্যালেঞ্জ সিক্স
Leave a Reply