অনলাইন ডেস্ক :
মঙ্গলবার বাঁকুড়ায় দলীয় কর্মিসভায় বক্তব্য রাখেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তিনি বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন বলেন, আপনাদের টাকার থেকে আমা’র ‘আজানের ধ্বনি’র জো’র অনেক বড়, আমা’র মা-বোনদের শঙ্খের জো’র অনেক বড়, আমা’র আদিবাসী ভাইবোনেদের ধামসা-মাদলের জো’র অনেক বড়। আপনাদের টাকার থেকে আমা’র বাউলের গানের জো’র অনেক বড়।
টাকা দিয়ে সব কিছু হয় না। আপনাদের টাকার থেকে জয় জহরের দাম অনেক বড়। হিন্দু-মু’সলিম-শিখ-ঈশায়ী সবাই ভাই ভাই এটিই আমাদের মন্ত্র। আম’রা সবাই একই পরিবারের নাগরিক। আম’রা সবাই এ দেশের সন্তান– এটি মাথায় রাখতে হবে। আজকে আম’রা খুব খুশি।
মমতা বলেন, ওরা শিক্ষার্থীদের ওপরে অ’ত্যাচার করছে। মা-বোনেদের ওপরে অ’ত্যাচার করছে। শ্রমিকদের সব কারখানা বন্ধ। রেল বেচে দিচ্ছে। বিএসএনএল বেচে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে। পুরো দেশটাকেই বেচে দিচ্ছে!
Leave a Reply