এ আই রবি, রাজশাহী ব্যুরো:
একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠেছিল রাজশাহীর বাঘা। রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বাঘা চারঘাট 6 আসনের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, পৌর মেয়র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন।
মহান একুশের অমর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানানো হয়। এ সময় বেজে ওঠে অমর একুশের গানের করুণ সুর।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
Leave a Reply