বরেন্দ্র নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
মসজিদে মাইক ব্যবহার করে মুসল্লিদের নামাজের জন্য আজান দেওয়ার অনুমতি দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউজার্সির পিটারসন শহরে এ অনুমতি দেয়া হয়েছে। তবে এর আগে ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শব্দ দূষণবিরোধী আইনের কারণে মাইকে আজান দেওয়া যেত না। এর বদলে মসজিদের ভেতরে বক্স ব্যবহার করে স্বল্পমাত্রার ভলিউমে আজান দেওয়া হতো।
কাউন্সিল অন ইসলামিক রিলেশনসের নিউজার্সির প্রধান সালেদিন মাকসুদ বলেন, আজানের ব্যাপারে মাইক ব্যবহারের অনুমতির বিষয়ে সাত কর্মকর্তার সবাই একমত হয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা মুসলমানদের ধর্মীয় বিষয়টি সেভাবেই দেখবে বলে মনে করছেন তিনি। পিটারসন শহরে ৩০ হাজার মুসলমান বসবাস করেন। চার্চে যেভাবে বেল বাজানো হয়, একইভাবে নিজ সম্প্রদায়ের মানুষদের নামাজের জন্য ডাকা হয় আজান দিয়ে। ১৫টি মসজিদ রয়েছে সেখানে। প্রতিদিন পাঁচবার এভাবে আজান দেওয়া মুসলমানদের ধর্মীয় বিষয় বলেও উল্লেখ করেন সালেদিন মাকসুদ।
Leave a Reply