পঞ্চগড় প্রতিনিধিঃ একরামুল হক মুন্না
পঞ্চগড়ে করোনা সন্দেহে আসাদুজ্জামান রাব্বি (২৬) নামে এক যুবককে ২৩( মার্চ) রাত ০১টা ৩০ মিঃ পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে ওর্য়াডে ভর্তি করা হয়েছে। সে মাদারীপুর জেলার কালকিনী উপজেলার কয়ারিয়া আদিল উদ্দীন শরীফের পুত্র। সে পঞ্চগড় পৌরসভার পুরাতন পঞ্চগড় এলাকায় সোয়াবুর রহমান সুজন আলী নামে তার ভায়রাভাই বাড়িতে বেড়াতে আছে। রাতে রাব্বি বুকে ব্যাথা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গেলে চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা দেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন তাকে ভর্তি করেন। তবে সুজনের পরিবারের ২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে জেলার ৫ উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭৩ জন সহ ৫৬৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে তাদের মধ্যে ১৪ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা কারো শরীরে করোনার লক্ষ্মণ পাওয়া যায়নি বলে জানান, সিভিল সার্জন ডাঃমো ফজলুর রহমান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডাঃমোঃ সিরাজুদ্দৌলা পলিন জানান,অদ্য গভীর রাতে আসাদুজ্জামান রাব্বি নামে মাদারীপুর থেকে আগত এক রোগী পাই। যার মধ্যে আমরা করোনা ভাইরাস লক্ষ্মণ কিছুটা মিল পাই। তাই আমরা হাসপাতালের আইসোলেশনের ওয়ার্ডে ভর্তি করে রাখেছি। রোগীর শ্বাস কষ্ট সহ লক্ষ্মণ গুলো খুব বেশি তীব্র না। তবে আমরা আইইডিসিআর এর সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।
Leave a Reply