নিজস্ব প্রতিবেদক : ভোলাহাট উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসাররে কার্যালয়ে বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সুধিজনদের সাথে মতবিনিময় করেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোলাহাট উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স পাশ করেন। ৩৪ তম বিসিএসে উর্ত্তীণ হন। সর্বশেষ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভোলাহাট উপজেলায় ২৮ এপ্রিল যোগদান করেন। তাঁর নিজ জেলা নারায়ণগঞ্জ বলে জানান।
মতবিনিমিয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো, রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. ইয়াশিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মো. মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর আলী, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম কবিরসহ অন্যরা।
Leave a Reply