রাজশাহী ব্যুরো: মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে বলে রাজশাহী জেলা প্রশাসনের এক গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ হামিদুল হক স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই মধ্যে রাজশাহী জেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
এছাড়া ঢাকা-নারায়ণঞ্জে করোনা রোগের ব্যাপক প্রার্দুভাব লক্ষ্য করা গেছে। এ কারণে সেখান থেকে বিপুল সংখ্যক মানুষ রাজশাহীতে আসছে।
এ কারণে মঙ্গলবার (১৪ এপ্রিল) ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লকডাউন চলাকালে রাজশাহী জেলা থেকে কেউ বাইরে যেতে কিংবা অন্য জেলা থেকে কেউ রাজশাহীতে প্রবেশ করতে পারবে না।
জরুরি পরিসেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ,থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply