বরেন্দ্র নিউজ ডেস্ক :
লকডাউনে পরিবহন না থাকায় প্রায় সব ব্যবসায়ই বন্ধ। পচনশীল পণ্যগুলো নিয়ে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে এক খামারির ফেলে দেয়া কয়েকশ ডিম ফুটে বাচ্চা হয়েছে। গুটি পায়ে মুরগির ছানাগুলোর হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি কবে তোলা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের এক পোলট্রি ফার্মে জমে যাওয়া কয়েকশ ডিম নির্জন জায়গায় ফেল দেন এক খামারি। ফেলে দেয়া সেই ডিম থেকেই জন্ম কয়েকশ মুরগির ছানা জন্মায়। নির্জন জায়গায় এমন প্রাণের বন্যা সবারই নজর কাড়ে।
পূর্ব বর্ধমান জেলার প্রাণী বিশেষজ্ঞ শঙ্খ ঘোষ জানান, বাইরে খোলা জায়গায় ডিমগুলো ফেলে দেয়ার পর এভাবে আপনা আপনি বাচ্চা ফোটা সম্ভব নয়। একমাত্র কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফোটানো হয়। আমার মনে হয় কোনও ফামের্র ইনকিউবেটরে এই বাচ্চাগুলি জন্ম নেওয়ার পর সেগুলো ডিমের খোসাসহ বাইরে ফেলে আসা হয়েছিল। পরে বাচ্চাগুলো বড় হলে অন্যান্যদের নজরে পড়ে।
ডেইলি বাংলাদেশ/জেএস
Leave a Reply