মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক ব্যক্তি (৪১) এর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর
সিভিল সার্জন সুত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি গত ২৫ এপ্রিল ঢাকা থেকে তার নিজ গ্রামে আসার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ২৮ এপ্রিল মঙ্গলবার তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। উল্লেখ্য যে, নওগাঁয় মোট ২৮ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে নমুনা পরীক্ষার মাধ্যমে ওই ব্যক্তির করোনা ভাইরাস সনাক্তের রিপোর্ট প্রদান করা হয়।
Leave a Reply