মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ব্যাটারি চালিত অটোরিকশাতে চার্জ দিতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয়ে মাহবুব আলম (২৭) নামের এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার চেরাগপুর ইউপির বুজরুক বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মাহবুব আলম চার্জার ব্যটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মত বুধবারও সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফেরার পর অটোরিকশায় চার্জের সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত তিনি বিদ্যুৎ পিষ্ট হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।
Leave a Reply