এ বাশার চঞ্চল (নওগাঁ) রাণীনগর প্রতিনিধি:-
নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে গোপেন চন্দ্র (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ বাসার ছাঁদ ঢালায় কাজের সাটারিং থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। গোপেন চন্দ্র উপজেলার গৌড়দিঘী গ্রামের মৃত সুধির চন্দ্রের ছেলে।স্থানীয় সুত্রে জানাগেছে,গোপেন চন্দ্রের বাসা নির্মাণ কাজ চলছিল। শনিবার সকালে ছাঁদ ঢালায়ের কথা। আগের দিন বিদ্যুতের মিস্ত্রি ছাদে ওয়ারিং করে চলে যায়। শনিবার ভোরে গোপেন চন্দ্র সাটারিং ও ওয়ারিং পরিদর্শনে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। তাকে নওগাঁ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
Leave a Reply