স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
গতকাল রাতে দাকোপ উপজেলার তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কালবৈশাখীর তান্ডবে লন্ড ভন্ড হয়ে পড়া অনেক দোকান ও মালামালের ক্ষতি হয়।সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুনসুর আলী খান,উপজেলা নির্বাহী অফিসার মোঃআবদুল ওয়াদুদ সহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, ইউপি মেম্বারসহ ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ। তাদের মাঝে সরকারি সহায়তা প্রদানের জন্য ক্ষয় ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।
গতকাল কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ঃ২০ মিনিটে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত খুলনার দাকোপের বটবুনিয়া বাজার। ২৫ মিনিট স্থায়ী ঝড়ে ২০/২৫ টি ঘর ঝড়ে উড়ে যায়। ক্ষয়ক্ষতির’ পরিমান তাৎক্ষণিক অনুমান করা না গেলেও আনুমানিক বিশ লক্ষাধিক টাকার কম হবে না। পুরা রাস্তা গাছপালা পরে রাস্তাঘাট বন্ধ হয়ে । এ সময় মুহুর্মুহু বজ্রপাতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন ।
.
Leave a Reply