মোঃ আল আমিন ষ্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় সালেহীনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে বলে তাঁর বড় বোনের স্বামী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী জানিয়েছেন।
সালেহীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই। সেলিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে সালেহীন ঢাকা গিয়েছিলেন।
সেখান থেকে ফেরার পর শুক্রবার জ্বর আসায় শনিবার তার নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করার জন্য। “আজ ১০ মে ২০২০ রোববার রাতে পাওয়া প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে।” তবে সালেহীনের এখন জ্বর নেই জানিয়ে তার ভগ্নিপতি বলেন, তাকে মেয়র গলির বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
বিআইটিআইডিতে রোববার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। এর মধ্যে ১৪ জন চট্টগ্রামের।
এদের মধ্যে নগরীর মেয়র গলির এক যুবক রয়েছেন বলে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী এর আগে জানিয়েছিলেন।
রোববার সিভাসুর নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে ৩৫ জনের। চট্টগ্রামে আরও ৪৯ কোভিড-১৯ রোগী শনাক্ত
Leave a Reply