মোঃ আল আমিন ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের ভয়াল থাবা চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি), সমুদ্র নিরাপত্তায় নিয়োজিত কোস্টগার্ড, র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের পর এবার শিকার হলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম।
চট্টগ্রাম জেলা পুলিশের যে কোন স্তরে এটিই প্রথম করোনা সংক্রমণের ঘটনা। সন্দ্বীপ থানার ওসির শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক চট্টগ্রাম প্রতিদিনকে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল ইসলামের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আমরা তাকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করছি। পাশাপাশি তার সংস্পর্শে যারা ছিল স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের বিষয়েও সিদ্ধান্ত নিচ্ছি।
গত ১৬ মে ২০২০ শনিবার চট্টগ্রামের তিনটি ল্যাবে ৫০৪ জনের নমূনা পরীক্ষা করে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, পুলিশসহ ৭৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।
যাদের মধ্যে মহানগরীর ৫৪ জন এবং উপজেলার ২৫ জন। এর মধ্যে ৪ জনের দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসলো।
Leave a Reply