নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ২ জন পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৪২ জন।
এ ছাড়া সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
অপরদিকে ৪ জন উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তদের মধ্যে ২জনকে সদর হাতপাতালে, ১ জনকে ভোলাহাটে এবং ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও নাচোল উপজেলায় এক রাজ মিস্ত্রিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলায় মোট করোনা পজিটিভ এর সংখ্যা ৪২ জন।
তাদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, শিবগঞ্জ উপজেলায় ২ জন, গোমস্তাপুর উপজেলায় ৪ জন, নাচোল উপজেলায় ৭জন এবং ভোলাহাট উপজেলায় ৩ জন রয়েছে। এই ৪২ জনের মধ্যে ২জন চিকিৎসা নিয়ে করোনা মুক্ত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা থেকে ১৪৬ জনের পরীক্ষার রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ৫জন পজিটিভ রয়েছে। এ ছাড়া সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাসহ ৩৫ জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। -কপোত নবী।
Leave a Reply