মোঃ আল আমিন ষ্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সাবরিনা ইসলাম সুইটি মৃত্যুবরণ করেছেন। তিনি কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন।
তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে। এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ আবু তৈয়ব মৃত্যুবরণ করেন। তিনিও ডায়াবেটিসের পাশাপাশি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন।
জানা যায়, রাত দশটার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই তাকে মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয় কিন্তু এসময় আইসিইউ’র প্রয়োজন ছিল। কোথাও আইসিইউ শয্যা খালি না থাকায় রাত ২টা ৪৫ মিনিটে অবশেষে শ্বাসকষ্ট নিয়েই মারা যান তিনি।
Leave a Reply