নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের গোপালপুর-সিংরোল
রোডটি মরণফাঁদে পরিনত হয়েছে। যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক
দুর্ঘটনা। অকালে ঝরে যেতে পারে কারো মায়ের বুক। গোপালপুর-সিংরোল রোডের
একস্থানে ছোট কালভার্টটির দুপ্রান্তের মাটি বৃষ্টির কারণে ক্ষয়ে বড়
গর্তের সৃষ্টি হয়েছে। সৃষ্ট গর্তে বাইসাইকেল, মটরসাইকেল কিংবা অন্য যে
কোন যানবাহন নিয়ে হটাৎ পড়ে আহত বা নিহত হতে পারে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মঝে ছোট কালভার্টটির
দুপ্রান্তের মাটি ক্ষয়ে গিয়ে বিড়াট গর্তর সৃষ্টি হয়েছে। যা এক কথায়
মরণফাঁদ। একহাত মত সরু রাস্তা দিয়েই ঝুকি নিয়ে মানুষ চলাফেরা করছে।
সতর্ক বলতে লাল কাপড় বেঁধে দুদিকে রাখা হয়েছে।
সাধারণ এলাকাবাসীর যাতায়াতের গোপালপুর-সিংরোল রোডের ছোট কালভার্টটির
দুপ্রান্তের গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযগী হওয়া স্থানটিকে অতিদ্রুত
সংস্কার করা প্রয়োজন। এলাকার মানুষ নাচোল উপজেলা প্রশাসনের কাছে জোর
আবেদন জানিয়েছেন, রাস্তাটি যেন দ্রুত পদক্ষেপ নিয়ে সংস্কার করা হয়।
[কপোত নবী]
Leave a Reply