নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বীরশ্বরপুর বড় জামে মসজিদের পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইদ্রিস আলী, সেক্রেটারি মোঃ শফিফুল ইসলাম, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, মোঃ আফতাব উদ্দিন সেক্রেটারি থেকে ১২ বছর মসজিদ কমিটি অবৈধ ভাবে কুক্ষিগত করে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। নতুন কমিটি হয়ে সেক্রেটারি মোঃ আফতাব উদ্দিনের কাছে আত্মসাতের টাকাসহ সকল হিসেব চাইলে বিভিন্ন প্রকার টালবাহানা করেন। বিষয়টি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসারকে ৭ নভেম্বর মসজিদ কমিটি প্রতিকার চেয়ে আবেদন করেন। কিন্তু ইউএনও ৬ ও ৭ জানুয়ারি শুনানি করার কথা থাকলেও বিবাদীর যোগাযোগসাযোসে নির্ধারিত দিনে ইউএনও তাহমিদা আক্তার শুনানি করেননি।
বক্তারা আরো বলেন, আফতাব উদ্দিনের সাথে লিয়াজো করে ইউএনও’র টালবাহানা মেনে নেয়া যাবে না। এ সময় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে সমাধান না করলে কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেয়া হয়। এঘটনায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে ইউএনও দায়ী থাকবেন।
এ সময় বক্তারা বলেন, আমরা ইউএনওর নোটিশের প্রেক্ষিতে নির্ধারিত সময়ে তার অফিসে হাজির হলে আমাদের সাথে মানুষের মত আচরণ করেননি।
Leave a Reply