শফিকুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪ জন স্বাস্থ্যকর্মী, ১ জন সেনা সদস্য ও ১ জন ব্যাংকারসহ ৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে এ তথ্য জানা যায়। গত ৩ ও ৪ জুন তাদের
নমুনা সংগ্রহ করা হয়। ঢাকার সাভারের পশু সম্পদ অধিদপ্তরের ল্যাবে গত ৮ জুন নমুনাগুলো পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
এতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ সেবিকাসহ ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।
ইসলামী ব্যাংক রহনপুর শাখার একজন ব্যাংক কর্মকর্তা। এছাড়া রহনপুর পৌর এলাকার খয়রাবাদে প্রথম দফায় করোনা পজেটিভ হওয়া ব্যক্তির ২য় দফা নমুনা পরীক্ষায় নেভেটিভ আসলেও ৩য় দফায় নমুনা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট আসে। এছাড়া রহনপুর পৌর এলাকার বাগানপাড়ার একজন সেনা সদস্য (৪৩), আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের এক বৃদ্ধা(৭০) ও গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়ার একজন নারী(২৪) রয়েছে । উল্লেখ্য গত ১০ জুন পর্যন্ত উপজেলায় মোট ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫৭ জনের নেগেটিভ, ১৭ জনের পজেটিভ ও ২৩ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে। এছাড়া উপজেলায় ১৭ জন করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ৮ জন
Leave a Reply