আমি শিখেছি অর্থ নয় আত্মসম্মানের অহংকার।
আমি জেনেছি তিনবার পরিপূর্ণ খাবার
আর না পূরণ হওয়া একরাশ ইচ্ছের ভার।
একটি মধ্যবিত্ত পরিবার,
আমি শিখেছি মাস শেষে টানাটানি আর
মাথার ভিতরে চিন্তার পাহাড়।
আমি দেখেছি অপূর্ণ স্বপ্নেরা কুড়েকুড়ে খায়
আমি জানি একটু খরচ না করলে সম্মান যায় যায়।
আমি শিখেছি অর্থাভাব তা বড় নয়,
একরাশ সঙ্কোচ সে করতে পারে না লজ্জা জয়।
একটি মধ্যবিত্ত পরিবার,
আমি জানি ছলনাময় পিতামাতার সংসার,
তারা রাখে সীমান্তের মাঝে সুখ দেবার অধিকার।
অন্নকষ্ট কাকে বলে আমি জানি না
শুধু পান থেকে চুন খসলে সমাজে মুখ দেখানো যায় না।
একটি মধ্যবিত্ত পরিবার,
নিজের ইচ্ছা বড় নয়,
একটি কাজের বিনিময়ে হাজার কথার ভয়।
অনেক বোঝা বুকে চেপে সুখের অভিনয়।
পরের কথায় গুমরে মরা, সহস্র পরাজয়।
একটি মধ্যবিত্ত পরিবার,
আমরা জানি সুখ দুঃখ সব সয়ে নিতে হয়
একটি সত্য আমরা জানি যে সয় সে রয়।
একটি মধ্যবিত্ত পরিবার,
ভালোবাসা মাখামাখি, দুঃখ সুখ পাশাপাশি।
অদম্য চেষ্টা মাথা উঁচু করে বাচবার।
লেখক:
সুবর্না তিথি
ফার্মেসী বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
Leave a Reply