নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষায় প্রতিবারের মতো এবারও সফলতা অর্জন করেছে ভোলাহাট ঝাউবোনা মডেল টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটির ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১০৪ জন ও ১৯ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) কলেজের অধ্যক্ষ মোহা. রবিউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন ।
ঝাউবোনা কারিগরি বিএম কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ভালো রেজাল্ট করে তাদের খুবই ভালো লাগছে। তাদের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। এরপর শিক্ষকমণ্ডলী ও কলেজ কর্তৃপক্ষের অবদান তো রয়েছেই। তারা সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদান করিয়েছেন।
ঝাউবোনা কারিগরি বিএম কলেজের অধ্যক্ষ মোহা.রবিউল ইসলাম বলেন, ‘প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে ৯৭.২০ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১০৪ জন ও ১৯জন জিপিএ-৫ পেয়েছেন।এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই খুশি।
অধ্যক্ষ আরও বলেন, এটা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জন বা সাফল্য নয়। এই কৃতিত্বের দাবিদার প্রতিটি শিক্ষক, কারিগরি শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষকদের একান্ত প্রচেষ্টা, শিক্ষার্থীদের পরিশ্রম আর অভিভাবকদের সহযোগিতায় ঝাউবোনা কারিগরি বিএম কলেজ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে।
Leave a Reply