মনিরুল ইসলাম,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাবা-মা কর্তৃক ১০ম শ্রেণীর স্কুল পড়–য়া মেয়ে (১৬) কে বাল্য বিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে ।
জানা গেছে, উপজেলার বারিন্দা গ্রামের অটোচালক মতিউর রহমান মতি তার মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে গত ৭ আগষ্ট একই উপজেলার পার্শ্ববর্তী গ্রাম ছাওড় দক্ষিণ পাড়ার আবু বক্করের ছেলে আকতারের সাথে বিয়ে দেয়। বিয়ে করার পর ওই মেয়েকে যথারিতী শ্বশুর বাড়ীতে পাঠানো হলে মেয়ে আপত্তি জানায় বলে জানান স্থানীয়রা। বাল্য বিবাহ করার পরে ওই মেয়েকে নিয়ে তার স্বামী আকতার এলাকা ছেড়ে চলে যায়। যাতে করে মেয়েটা হয়তো নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সুত্র।
এ ব্যাপারে মেয়ের ভাই মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিয়ে পোরশা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আইনী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
Leave a Reply